আন্তর্জাতিকলিড নিউজ

রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন রামনাথ কোবিন্দ

এবিএনএ : ভারতবর্ষের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন রামনাথ কোবিন্দ। আজ ১২টা ১৫ মিনিট থেকে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আজ থেকেই রাইসিনা হিলসের অধিবাসী হচ্ছেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি নির্বাচনে ৬৫.৬৫% ভোট পেয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিহারের প্রাক্তন রাজ্যপাল তথা বিশিষ্ট আইনজীবী। বিরোধী মুখ মীরা কুমারকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কোবিন্দ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর আজ রাষ্ট্রপতি ভবনের সেন্ট্রাল হলে শপথবাক্য পাঠ করাবেন রামনাথ কোবিন্দকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সহ বিশিষ্টরা হাজির থাকবেন আজকের ওই অনুষ্ঠানে। শপথ শুরু হওয়ার আগে আজ রাজঘাটে যাবেন রামনাথ। সেখানে সাড়ে ১০টা নাগাদ মহাত্মা গান্ধীকে শ্রধার্ঘ্য জানাবেন কোবিন্দ। এরপর সংসদ ভবন ছেড়ে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দেবেন রামনাথ। ওই সময় তাঁর সঙ্গে থাকবেন প্রণব মুখোপাধ্যায়ও।

এরপর ১২টা ১৫ নাগাদ দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ওই সময় ২১টি গান স্যালুটে অভিনন্দন জানানো হবে দেশের ১৪তম রাষ্ট্রপতিকে। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেবেন রামনাথ। এরপর প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেই গার্ড অফ অনার দেওয়া হবে রামনাথ কোবিন্দকে। প্রসঙ্গত, কে আর নারায়ণনের পর কোবিন্দই দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি।

আজকের ওই অনুষ্ঠানে হাজির থাকছেন বিহারের রাষ্ট্রপতি নীতিশ কুমার। বিরোধী দলের মধ্যে একমাত্র নীতিশ কুমারই ছিলেন, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছেন। এরপর দুপুর ২টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং রামনাথ কোবিন্দের সঙ্গে ১০ রাজাজি মার্গের নতুন বাসভবনে যাবেন প্রণব মুখোপাধ্যায়।

Share this content:

Back to top button