গ্রেপ্তার হলেন মিনি স্কার্ট পরা সেই মডেল (ভিডিও)

এবিএনএ : সৌদি আরবে বিদ্যমান আইন অমান্য করে ‘অশোভন পোশাক’ (মিনি স্কার্ট) পরা সেই মডেলকে গ্রেপ্তার করলো দেশটির পুলিশ। খুলুদ নামের ওই মডেলের ভিডিওতে দেখা যায়, রাজধানী রিয়াদের প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে নাজদ প্রদেশে উশায়কার হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি। তার পরনে মিনি স্কার্ট।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।এক পক্ষ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এমন পোশাক পরায় খুলুদকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়। আরেক পক্ষ খুলুদের এমন সাহসী কাজের জন্য তাকে অভিনন্দন জানায়।তবে এ বিতর্কের মধ্যেই সৌদি সরকার টুইটার থেকে ভিডিওটি সরিয়ে দিয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম জানান, খুলুদ তার অভিভাবকসহ ওই ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা স্বীকার করেছেন। তবে মঙ্গলবার রিয়াদ পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমে জানান, জিজ্ঞাসাবাদে মডেল খুলুদ অনলাইনে ভিডিওটি প্রকাশ করার কথা অস্বীকার করেছেন। এমনকি যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেটিও তার নয় বলে দাবি করেছে খুলুদ।মুখপাত্র আরো বলেন , এই মামলাটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। সেখানেই তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Share this content: