অর্থ বাণিজ্য

দেশে ফের বাড়ল সোনার দাম

এবিএনএ : মাত্র দুই মাসের মধ্যে দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি সোনাতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা। নতুন মূল্য আগামী শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশেও দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৪১৫ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে।

বর্ধিত দাম অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৭ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে যার বর্তমান দাম ২৬ হাজার ৩৬১ টাকা। সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বাড়ছে। প্রতি ভরি রুপার দাম ৫৭ টাকা বেড়ে হবে এক হাজার ১৬৫ টাকা। সর্বশেষ গত ৭ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে চলতি বছর এই নিয়ে দেশের বাজারে পঞ্চমবারের মতো সোনার দাম বাড়ল।

Share this content:

Related Articles

Back to top button