
এবিএনএ : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যারা গণতন্ত্র আর ধর্মের দোহায় দিয়ে মানুষকে হত্যা করেছে তারা মানুষ নয়। বিএনপি হতে মানুষ নিরাপদ নয় যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা কি মুসলমান? খালেদা জিয়া বলেছিল বিশ্ব ব্যাংকের টাকা ছাড়া সরকার পদ্মা সেতু করতে পারবে না কিন্তু শেখ হাসিনা সরকার তা করেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার আমলে মংলা বন্দর মরে গিয়েছিল আজ সেটি সচল হয়েছে লাভ হয়েছে এ বন্দর থেকে ৭০ কোটি টাকা। যা বিএনপির আমলে লোকসানে ছিল ১১ কোটি টাকা। এখন বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বেড়ে হয়েছে ১৬০২ মার্কিন ডলার। তাই শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান আবারও সকলের।’
বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অপারেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এসব কথা বলেন। তিনি এই সময় বলেন, ‘অটোমেশনে এই বেনাপোল বন্দর চালু করা হবে। বন্দরের কার্যক্রম চলবে রাত ৮টা পর্যন্ত।’
বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার চক্রবর্তী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন, ৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল আরিফুল হক, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম প্রমুখ।
Share this content: