
এবিএনএ : কুমিল্লা সিটি করপোরেশনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও কুসিক প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। একইসঙ্গে ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররাও দায়িত্ব বুঝে নেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, “গত তিন মাস প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সাময়িক দায়িত্ব পালন করেছি। নির্বাচনে তফসিল ঘোষণার পর স্বল্প সময়ে প্রশাসক উন্নয়নমূলক তেমন কিছু করতে পারেনি। কারণ উন্নয়নমূলক কাজের জন্য দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন। তবু কাজ করতে গিয়ে কুমিল্লায় জলাবদ্ধতা ও বর্জ্য নিষ্কাষনসহ অনেক সমস্যা সামনে এসেছে। এসব সমস্যা সমাধানে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ” দায়িত্বপালনকালে যারা সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নবনির্বাচিত সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে উদ্দেশ্য করে জাহাংগীর আলম বলেন, “যারা আজ কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নিয়েছেন- এই নগর আপনাদের। আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কুমিল্লা শহরকে বাসযোগ্য করে তুলতে হবে। প্রশাসক হিসেবে আমি যেটা অনুভব করেছি, সিটি করপোরেশনের একজন নাগরিক হিসেবে আমি সকল সেবা প্রত্যাশা করি। তাই নগরীকে বাসযোগ্য করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিন। ” তিনি বলেন, “যেসব কাউন্সিলর রাস্তার উপরে অফিস করেছেন তারা নিজ দায়িত্বে অফিস সরিয়ে নেবেন। না হলে আমি আইনি ব্যবস্থা নেব। গত তিন মাসে আমি ইচ্ছা করলে ভাঙতে পারতাম। কিন্তু কাউন্সিলরদের সম্মানে আমি এটা করিনি। যারা অফিস করেছেন অনুগ্রহ করে সরিয়ে নেবেন। ”
দায়িত্ব গ্রহণের পর সাক্কু বলেন, “যে আশা নিয়ে আবারো জনগণ আমাকে নির্বাচিত করেছে তাদের উন্নয়নে আমি কাজ করব। এ জন্য আমি কুমিল্লাবাসীর সহযোগিতা চাই। অতি শিগগির নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বসে নগর পরিকল্পনা করে ১০০ দিনের একটি প্রজেক্ট হাতে নেব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ সিটি করপোরেশনের অধীনে চলমান অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সেইসঙ্গে জলাবদ্ধতা ও বর্জ্য নিষ্কাষনের বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করব। ”
সাক্কু আরো বলেন, “আজ থেকে আগামী পাঁচ বছরের জন্য আমার কর্মজীবন শুরু হলো। নগরবাসীর সুখে-দুখে আমাকে সবসময়ই পাশে পাবেন। জনগণের জন্য সবসময়ই কাজ করব। আমার কাছে সবাই সমান। ” এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী অনুপম বড়ুয়া ও সচিব হেলাল উদ্দিন।
এর আগে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে গত ১১ মে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বকুল’ কক্ষে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share this content: