এবিএনএ : বিজেপি নেতা অমিত শাহের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার তিনি বলেছেন, ‘আমি বিজেপির হুমকিতে ভীত নই। তৃণমূল কংগ্রেস কখনও জেলকে ভয় পায় না।’
এ সময় মমতা পশ্চিমবঙ্গকে টার্গেট করা হলে দিল্লিকে তিনিও সরকার গঠনের লক্ষ্যবস্তু করবেন বলে ঘোষণা দেন। খবর এনডিটিভির।
মমতা আরও বলেন, ‘তৃণমূল কেন ভয় পাবে? আমি তার (অমিত শাহ) চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তিনি বাংলাকে টার্গেট করলে আমিও দিল্লি দখল করব।’
মমতার অভিযোগ, বিজেপি নেতারা দিল্লি থেকে এসে তৃণমূলের সঙ্গে সখ্যতার চেষ্টা করে, ভুলভাল ছড়ায়। তারা আসলে বাংলার ক্ষমতায় বসতে চায়। গুজরাটকে বশে রাখতে না পেরে এখন বাংলাকে টার্গেট করেছে।
এর আগে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসে বৃহস্পতিবার বিজেপি প্রধান অমিত শাহ বলেন, ‘তিন দিনে আমি বাংলায় অভূতপূর্ব উৎসাহ দেখলাম। আমি নিশ্চিত, এবার এখানে বিজেপির সরকার হবে। আবার সোনার বাংলা হবে।’
পশ্চিমবঙ্গে অমিতের তৎপরতার জবাবে মমতাও টানা আক্রমণ করে যাচ্ছেন তাকে। এই সফরে হতদরিদ্র বাড়িতে অমিতের খাওয়াকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকালে টাকা দিয়ে কোনো বস্তি বাড়িতে গিয়ে খেয়ে আসেন। বিকালে চলে যান ফাইভ স্টার হোটেলে। এমন দ্বিচারিতার মানে কী?’
Share this content: