এবিএনএ : বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ করে ডেপুটি স্পিকার মো. ফজলে রব্বী মিয়া বলেছেন, মুক্তিযোদ্ধারা অনেকে জীবিত থাকলেও তারা সকলেই প্রবীণ। তাদের সন্তানদেরই এখন দায়িত্ব নিতে হবে। স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহরে, গ্রামে সর্বত্র জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্বদ্যিালয়ের সমাজবিজ্ঞান অনুষদে মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে গতকাল বুধবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান ও মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) মো. আবুল বাশার, সংগঠনের আহবায়ক শেখ আতিকুর বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন।
সভায় ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধাকে দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আর্থিক, আবাসিক, সামজিক, শিক্ষা, কর্মসংস্থান, এমন কোন সুযোগ সুবিধা নেই যে তিনি তা মুক্তিযোদ্ধাদের জন্য দেননি। অথচ দেশে এমন একসময় গেছে যখন মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে শঙ্কা বোধ করতেন। এখন মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে মাথা উচু করে বেঁচে আছেন। তাদের সন্তানেরা গর্বের সাথে বলতে পারছেন আমি মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের মহান ত্যাগ ও জীবনের বিনিময়ে আমাদের এই রক্তার্জিত স্বাধীনতা। যে দেশের মানুষ মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারে সে দেশে জঙ্গিবাদ কখনো মাথাচড়া দিয়ে উঠতে পারে না। তিনি জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে মুক্তিযোদ্ধার সন্তান ও সকল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
Share this content: