
এবিএনএ : প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে নির্মাণাধীন সুইমিং কমপ্লেক্সটি একনেকে পাশ হয়েছে। যা বাস্তবায়নের কাজ চলছে। কিন্তু সুইমিং কমপ্লেক্সটির নির্মাণ কাজ বন্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। শত বাঁধা আসলেও চট্টগ্রামে সুইমিং কমপ্লেক্স হবেই বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজিত সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট- ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিটি মেয়র।
মেয়র বলেন, বিভাগীয় শহর হওয়া শর্তেও চট্টগ্রামের ক্রীড়াবিদদের জন্য ভালো মানের কোনো সুইমিং পুল নেই। তাই একটি সুইমিং পুল স্থাপন চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। এটি প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্ত। উন্নয়নের একটি অংশ। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামেই বিশ্বমানের সাঁতারু তৈরি হবে। কিন্তু সরকারের এই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে অনেকেই ষড়যন্ত্র করছে। শত বাঁধা আসলেও চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হবেই।
গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে সুইমিং কমপ্লেক্স নির্মাণ কাজে বাঁধা দেয় নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদের প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয় এবং ১৫ থেকে ২০টি গাড়ি ও ৯টি দোকানে ভাঙচুর চালানো হয়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহত যুবলীগ কর্মী মোহাম্মদ শরীফের মৃত্যু হয়। তিনি মহিউদ্দিন চৌধুরীর সমর্থক।
Share this content: