এবিএনএ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ লোক নিহত ও অপর একজন আহত হওয়ার ঘটনাটিকে ‘বর্ণবাদী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ প্রধান জেরি ডেয়ার জানিয়েছেন, মঙ্গলবারের এ হামলার সময় কোরি আলী মুহাম্মদ নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি ছুড়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করার সময় কোরি আলী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন। তবে জেরি ডেয়ারের ধারণা ‘এটা জঙ্গি হামলা নয়, ঘৃণাজনিত অপরাধ।’
এর আগে, গত সপ্তাহে একটি মোটেলের নিরাপত্তারক্ষীকে হত্যায় সন্দেহজনক আসামী হিসেবে কেরিকে খোঁজা হচ্ছিলো বলে জানানো হয়েছে। এমনকি এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্বেতাঙ্গ ও বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করতেন বলে জানিয়েছিলেন।
Share this content: