যুদ্ধের দামামা: ট্রাম্প তখন গলফ খেলছেন

এবিএনএ : কোরিয় উপদ্বীপ অঞ্চলে যখন পারমাণবিক যুুদ্ধের দামামা বাজছে ঠিক তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলায় ব্যস্ত। উত্তর কোরিয়া পরিষ্কার করে বলে দিয়েছে, প্ররোচিত হলে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে। তার আগে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ার করেছেন সব পক্ষকে। বলেছেন, যেকোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ডনাল্ড ট্রাম্প এক্ষেত্রে চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি গত সপ্তাহে পরিষ্কার করে বলে দিয়েছেন, চীন সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়াকে মোকাবিলা করবে। স্পষ্টত এ কথার মধ্যেই যুদ্ধ শুরুর এক ইঙ্গিত রয়েছে। সেই যুদ্ধ যখন লাগে লাগে, ঠিক তখন ট্রাম্প গলফ খেলায় ব্যস্ত। এ নিয়ে মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন গত ২০ শে জানুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত তিনি ১৮দিন কাটিয়েছেন গলফ খেলায়। লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, শুক্রবার ট্রাম্প পাম বিচে গলফ কোর্টে ফিরেছেন। সেখানে তার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে তিনি একাই নন, সঙ্গে নিয়ে গিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের সন্তান ব্যারন ট্রাম্পকে। দলবল সহ সেখানে তার এমন যাত্রা দেখে মনে হচ্ছে সেখানে তিনি লম্বা একটা সময় কাটাবেন। তাকে শুক্রবার সকালে দেখা গেছে সেখানকার ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। ঠিক ১২ সপ্তাহ তিনি ক্ষমতায় এসেছেন এর এরই মধ্যে গলকোর্সে ওইদিন ধরে সময় কাটিয়েছেন ১৮ দিন। এ নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে, যদিও তার পূর্বসুরি বারাক ওবামাও ভীষণ গলফ ভক্ত ছিলেন। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। উত্তর কোরিয়া যে যুুদ্ধের হুমকি দিয়েছে, কোরীয় উপদ্বীপ অঞ্চলে যে পরিস্থিতি বিরাজ করছে, সবার গা শিউরে উঠছে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হলে কি হবে সেখানকার মানুষের জীবনযাত্রা, কি হবে জীববৈচিত্রের প্রকৃতি তার মাঝে ট্রাম্প মাথা ঠান্ডা রেখে ছুটে গেছেন গলফ কোর্টে। শুক্রবার উত্তর কোরিয়ার ভাইস মিনিস্টার হ্যান সং রিওল বলেছেন, আগ্রাসি কথাবার্তা বলে সব সময়ই ট্রাম্প উস্কানি দিচ্ছেন। উত্তর কোরিয়া কোনো বিশৃংখল কাজ করছে না। এটা করছে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে যে জবাবই আসুক আমরা তার উচিত জবাব দেব। তাদের সে জবাব দিতে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত।
Share this content: