এবিএনএ : চারদিনের সফরে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এ সফরে যোগাযোগ খাতেও দুই দেশের সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেনাপোল-খুলনা- কোলকাতার মধ্যে আন্তঃদেশীয় রেল ও বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ফিতা কেটে মৈত্রী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলস্টেশনে ভিডিও কনফারেন্স স্থলে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ। পরে দুপুর ২টায় বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল মৈত্রী রেলটি নিয়ে বেনাপোল স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।
একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা থেকে যশোর ও খুলনা হয়ে ঢাকা পর্যন্ত বাস সার্ভিসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে প্রথমবারের মতো মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়।
Share this content: