আন্তর্জাতিকলিড নিউজ

ঘূর্ণিঝড় ‘ডেবি’তে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় বন্যা

এবিএনএ : সম্প্রতি অস্ট্রেলিয়ার উপকূলে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ডেবি’র প্রভাবে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে বন্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি, অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটন শহরের নদীগুলোর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্যার কারণে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপ শহর এডগেকামবে থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ওই অঞ্চলের নদীগুলোতেও তীব্র স্রোতে পানি প্রবাহিত হতে থাকায় ঘরবাড়ি তলিয়ে যাওয়াসহ রাস্তাঘাট ডুবে যায়। এ সময় অনেক সেতুও ভেঙ্গে যায়। পরে স্থানীয়দের ট্রাক্টর ও নৌকার করে সরিয়ে নেয়া হয়।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফিজোরি নদীর পানি বিপদসীমা ডিঙ্গিয়ে প্রায় ২৯ ফুট উচ্চতায় প্লাবিত হচ্ছে। নয়দিন আগের ঘূর্ণিঝড় ‘ডেবি’ প্রভাবে এখানকার প্রায় ১২শ’ কিলোমিটারের মতো বিস্থীর্ণাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় উপকূলে আঁচড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ডেবি’, যার প্রভাবে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিপাত শুরু হয়। দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় বন্যাদুর্গত অঞ্চলে প্রায় ২৫০ মি. মিটারের মতো ভারী বর্ষণ হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button