এবিএনএ : মৌলভীবাজারে সন্দেহভাজন দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট টিম। বুধবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সোয়াটের ৬টি গাড়ি।
ইতোমধ্যে জঙ্গি আস্তানা দুটির গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
প্রসঙ্গত, বুধবার ভোরে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।
Share this content: