আমেরিকা

মার্কেলের করমর্দনের প্রস্তাবে ট্রাম্পের নীরবতা

এ বি এন এ : মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে ছিলেন। কিন্তু নিশ্চুপ থেকে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার হোয়াইট হাউজের মার্কেলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত হন ট্রাম্প। সেই সময় ফটোগ্রাফাররা দুই নেতাকে হাত মেলাতে বলেন। ট্রাম্পের দিকে ঘুরে করমর্দনের আহ্বান জানালে তার জবাবে চুপচাপ হাসিমুখে দুই পায়ের উপর দুই হাত রেখে ছবি তোলার জন্য পোজ দিয়ে যেতে থাকেন। এরপর অস্বস্তির হাসি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে থাকেন মার্কেল।
উল্লেখ্য, অভিবাসী, বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প-মার্কেলের মতভিন্নতা রয়েছে। বিভিন্ন সময় একে অপরের সমালোচনা করেছেন দুইজন।

Share this content:

Back to top button