এবিএনএ : ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি। সব প্রযুক্তিপ্রেমীর স্বপ্নের গন্তব্য এই শিক্ষাপ্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানের এক ছাত্রীকেই দাবি করা হচ্ছে নতুন আইনস্টাইন বলে। নাম সাবরিনা পাস্তারস্কি। তবে তাকে এই তকমা দেয়ার যথেষ্ট কারণ রয়েছে।
রাশিয়ান পাস্তারস্কি এমআইটিতে যখন পা রাখেন তখন তার বয়স মাত্র ১৪। কিন্তু এরও দুই বছর আগে, অর্থাৎ ১২ বছর বয়সে নিজেই একটি উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দেন৷ সেই প্লেন কোনো ছোট-খাটো রেপ্লিকা নয়, রীতিমতো হাওয়াও উড়িয়ে চলা প্লেন যাতে চড়ে নিজেই বেশ ঘুরে বেরিয়েছেন৷
এখন তার বয়স ২৩। এরই মধ্যে তার মেধা ও জ্ঞান আরো ঘসা মাজা হয়েছে। ফলে আশপাশে সবাই তাকে নব্য আইনস্টাইন বলতে শুরু করেছে। সর্বোচ্চ নম্বর নিয়ে তিনি এরই মধ্যে স্নাতক শেষ করেছেন। কোয়ান্টাম গ্র্যাভিটি, ব্ল্যাক হোল, স্পেস টাইম এসবই সাবরিনা পাস্তারস্কির গবেষণার বিষয়।
Share this content: