জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হলো দুটি সাবমেরিন

এবিএনএ : নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া দুটি সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁয় সাবমেরিনগুলো কমিশনিং করা হয়। দেড় হাজার কোটি টাকায় চীন থেকে সংগ্রহ করা হয় সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’।
গত নভেম্বরে চীনের দালিয়ান প্রদেশের লিয়া ওনান শিপইয়ার্ডে বাংলাদেশের নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে ০৩৫ জি সিরিজের সাবমেরিন (ডুবোজাহাজ) দুটি হস্তান্তর করেন চীনের পিপলস লিবারেশন নেভির রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু। কনভেনশনাল দুটি ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজের প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৬ মিটার। এগুলো টরপোডে ও মাইনে সুসজ্জিত। এগুলোর সামনের দিকে গতি ১২ নটিক্যাল মাইল এবং পেছনের দিকে গতি ১১ নটিক্যাল মাইল।

Share this content:

Related Articles

Back to top button