বিনোদন

নিজের গানে মডেল জুলি (ভিডিও)

এবিএনএ : গায়িকা জুলি ভাই বালামের হাত ধরে সংগীতাঙ্গনে প্রবেশ করেছিলেন। বেশ কিছু গানে তিনি শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এলো ‘অভিমানের দেয়াল’ গানটির ভিডিও। এতে নিজেই মডেল হয়েছেন জুলি।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে সুর দিয়েছেন মীর মাসুম। গানটি নেওয়া হয়েছে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবাম থেকে। ‘অভিমানের দেয়াল’-এর ভিডিও তৈরি করেছেন শুভব্রত সরকার। এটি উন্মুক্ত করা হয়েছে অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল ‘গানবক্স’-এ।

* ‘অভিমানের দেয়াল’ গানের ভিডিও:

Share this content:

Back to top button