এবিএনএ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসেন, পালাবেন না। খালি মাঠে খেলতে ভাল লাগে না। আমরা খালি মাঠে খেলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে ২০১৯ সালে এবং তা শেখ হাসিনার অধীনেই হবে।’ মন্ত্রী রবিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ২০শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘আপনাদের (বিএনপি) মনে আছে কিছুদিন আগে দেশে জঙ্গি উত্থান হয়েছিল’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘উগ্রবাদীরা গুলশানে বিদেশি নাগরিকসহ মুসলমানদের হত্যা করেছিল। শোলাকিয়া ঈদের জামায়াতে জঙ্গি হামলা করা হয়েছিল। পুলিশ জীবন দিয়ে মুসল্লিদের রক্ষা করেছিল।’
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে’ দাবি করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠেছিল। কিন্তু তা মিথ্যা প্রমাণিত হয়েছে। কানাডার কোর্ট বলেছে, বিএনপি একটি সন্ত্রাসী দল।’
জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম. এ মোহী, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক প্রমুখ।