এবিএনএ : রাজধানীর কলাবাগানে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় খুনের ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার ঘটনায় একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা করা হয়।
কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, নিহত জুলহাজের বড়ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫-৬ জন দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি দায়ের করেন কলাবাগান থানার এসআই শামীম আহমেদ। অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ঘটনাস্থলে পুলিশের এএসআই মমতাজ উদ্দীনকে দুর্বৃত্তদের হামলায় আহত উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে দুর্বৃত্তরা দু’টি আগ্নেয়াস্ত্র ফেলে যায় বলেও উল্লেখ করা হয়।