এবিএনএ : বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট। তবে মনে হচ্ছে, এবার এই জুটি যুক্তরাজ্যে স্থায়ী বসবাস করতে চান।
দ্য ‘মেলফিসেন্ট’ তারকা ও তার স্বামী ব্রাড পিটের ছয়টি সন্তান রয়েছে-ম্যাডক্স (১৪) , প্যাক্স (১২), জাহরা (১১), শিহল (৯), ভিভিনে (৭) ও নক্স (৭)। তারা বর্তমানে লন্ডনের কাছে সুরেতে একটি বাড়ি ভাড়া করেছেন যার মাসিক মূল্য ২১ হাজার মার্কিন ডলার। তবে তারা প্রকৃতপক্ষে সেখানে স্থায়ীভাবে যেতে চান বলে জানিয়েছে।
একটি সূত্র বলেছে, বাড়িটি অনেক বড়, বাচ্চাদের জন্য খুব ভাল। এতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। তারা এটি পছন্দ করেছে কেননা শহরটিতে খেলনার দোকান রয়েছে। বাড়িটি শান্তিপূর্ণ ও গাছপালা ঘেরা এলাকায়। অ্যাঞ্জেলিনা চাইলে এটিকে স্থায়ী নিবাস হিসেবে নিতে পারেন।