বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সার্চ কমিটির সুপারিশ প্রকাশের দাবি বিএনপির

এবিএনএ : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যে নামের তালিকা দেবে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন দাবি করেন। তিনি বলেন, ‘নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করা হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট শঙ্কা রয়েছে। আর তালিকা প্রকাশ না হলে এই সন্দেহ আরও বাড়বে।’

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সার্চ কমিটি নিয়ে করা এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সার্চ কমিটি তাদের বিবেক শাণিত করে নির্বাচন কমিশনারদের নাম নির্ধারণ করবেন। যাদের প্রতি জনগণ এবং সকল রাজনৈতিক দলের আস্থা থাকবে। কিন্তু সরকারের ঘনিষ্ঠজনদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে আবারও রকিব মার্কা নির্বাচন কমিশন গঠিত হবে। যার মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত দাফন হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটি নামের তালিকা প্রস্তুত করে মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ইতোমধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম নিয়েছেন। দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তারা দুই দফা বৈঠকও করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলসহ সকলের দাবি- নিরপেক্ষ, সৎ, যোগ্য ও দক্ষ লোকদের নামের তালিকা করে অনুসন্ধান কমিটি তা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন এবং নামের তালিকাটি জাতির সামনে প্রকাশ করবেন।’

নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করা হবে কিনা তা নিয়ে জনগণ যথেষ্ট শঙ্কিত বলে দাবি করেন রিজভী। বলেন, ‘যেভাবে আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাতে তারা দলীয় মতাদর্শের বাইরে গিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করবেন কিনা তা নিয়ে জনগণ যথেষ্ট শঙ্কিত। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ইসি গঠনে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা জমা দেবেন তা জাতির সামনে প্রকাশের প্রয়োজন নেই। আসলে সরকার নিরপেক্ষ ইসি গঠনের পক্ষে কি না তা ওবায়দুল কাদেরের বক্তব্যে যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে।’

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের তালিকা করে তা জাতির সামনে প্রকাশ করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ ক্ষমতার দাপটে বৈধ ও অবৈধ অস্ত্রের জোরে বেপরোয়া হয়ে সারাদেশে রক্তের হোলি খেলায় মেতে ওঠেছে- এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের প্রতিটি জনপদ এখন বধ্যভূমি। সাংবাদিক কিংবা রাজনৈতিক নেতা যুবক কিংবা যুবতী, সাধারণ মানুষ কিংবা জনপ্রতিনিধি, শিশু কিংবা বৃদ্ধ কেউ আজ নিরাপদ নয়।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারওয়ার প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button