আমেরিকা

মুসলিমদের প্রতি বৈষম্য না করার আহ্বান ওবামার

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়ী ভাষণে মুসলিমদের প্রতি বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন। ওবামা বলেছেন, ‘…তারা আমাদের মতোই দেশপ্রেমিক।’
ওবামা বলেন, ‘আমাদের জীবন চলার পথ রক্ষার দায়িত্ব শুধু সামরিক বাহিনীর নয়। আতঙ্ক গ্রাস করলে গণতন্ত্রও সংকুচিত হতে পারে। সুতরাং নাগরিক হিসেবে আমাদের বিদেশি আগ্রাসনের ওপর নজর রাখতে হবে এবং নৈতিকতা দুর্বল করে দেয়, এমন বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই মূল্যবোধ আমাদের পরিচয় তৈরি করে দেয়।’
‘সেজন্য গত আট বছর ধরে নৈতিকতার সঙ্গে দৃঢ় পদক্ষেপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে গেছি। যে কারণে আমরা নির্যাতন বন্ধ করতে পেরেছি, গুয়ানতানামো কারাগার বন্ধে কাজ করেছি, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতা রক্ষায় নজরদারি বিষয়ে সরকারের আইন পরিবর্তন করেছি।’
এরপর তিনি বলেন, ‘একই কারণে মুসলিমদের প্রতি সব ধরনের বৈষম্য আমি প্রত্যাখ্যান করছি। মুসলিমরাও আমাদের মতো দেশপ্রেমিক।’
মার্কিনিদের মূল্যবোধের দৃঢ়তার প্রশংসা করে ওবামা বলেন, ‘এই কারণে গণতন্ত্র, মানবাধিকার, নারী অধিকার ও সমকামীদের অধিকার সম্প্রসারণে বিশ্বজুড়ে বড় লড়াই থেকে আমাদের প্রত্যাহার করে নেয়নি।’
তিনি বলেন, ‘আমাদের পদক্ষেপ কতটা কার্যকরী, তা বিষয় নয়, কে কীভাবে নিচ্ছে, তাও বিষয় নয়, আমেরিকাকে রক্ষার অংশ হিসেবে এটি করছি আমরা।’
২০ জানুয়ারি বিদায় নেবেন প্রেসিডেন্ট ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে বিদায় ভাষণ দেন তিনি। এই শহরেই ২০০৮ ও ২০১২ সালে নির্বাচনের পর বিজয় ভাষণ দেন ওবামা। আট বছর পর ক্ষমতা থেকে বিদায় ভাষণ দেওয়ার ক্ষেত্রেও একই স্থান বেছে নিলেন তিনি।
বিদায় ভাষণের সময় উপস্থিতি ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনসহ ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this content:

Back to top button