আন্তর্জাতিক

কানাডার ইমিগ্রেশন মন্ত্রী হলেন সোমালিয়ান শরণার্থী

এবিএনএ : কানাডার ইমিগ্রেশন, রিফুজি এবং সিটিজেনশিপ মন্ত্রী হলেন এক সোমালিয়ান শরণার্থী থেকে কানাডার নাগরিকত্ব পাওয়া আহমেদ হোসেন। আজ ১১ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর মন্ত্রীসভার রদ বদলের সময় অটোয়ায় এই ঘোষণা দেন। তিনি জন ম্যাকেলিউনের স্থলাভিষিক্ত হলেন। জানাগেছে, জন ম্যাকেলিউন চীনের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।
এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওনের স্থলাভিষিক্ত হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। স্টিফেন ডিওনকে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি’র রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
উল্লেখ্য, নতুন ইমিগ্রেশন, রিফুজি এবং সিটিজেনশিপ মন্ত্রী আহমদ হোসেন ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে শরণার্থী হয়ে কানাডায় আসেন। আসার পর নানান চড়াই উৎরাই পেরিয়ে জীবন যুদ্ধে উত্তীর্ণ হয়ে একজন আইনজীবী হন। পরে ২০১৫ সালে দক্ষিণ ওয়েস্টন থেকে লিভারেল পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন।

Share this content:

Related Articles

Back to top button