এবিএনএ : সম্প্রতি নাসার বিজ্ঞানীরা আশা প্রকাশ করে জানিয়েছেন, ‘সিরেস’ গ্রহ প্রাণের অস্তিত্ব ছিল। তবে গ্রহটি আমাদের থেকে খুব একটা দূরে নয়।
বিজ্ঞানীদের মতে, বামনগ্রহ সিরেসে একসময় সমুদ্র ছিল। সেই সমুদ্রের পানি এখন বরফ হয়ে গেছে। বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী টমাস প্রেটিম্যান জানিয়েছেন, পানি মানেই প্রাণের উৎস। তাই অতীতে সিরেস গ্রহে প্রাণ থাকা অসম্ভব কিছু নয়!
নাসার বিজ্ঞানী ক্যারল রেমন্ড জানাচ্ছেন, এমন ক্ষেত্রে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ আবার বলছেন, বরফের মধ্যেও প্রাণ থাকার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই যত দ্রুত সম্ভব, নাসার উচিত সিরেসে মহাকাশ যান পাঠানো।
Share this content: