আমেরিকা

হিলারির ই-মেইল হ্যাক করেন পুতিন নিজেই!

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়া হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করিয়েছিলেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এই বিস্ফোরক খবর প্রকাশ করেছে আমেরিকার এনবিসি নিউজ।

খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে হিলারির সম্পর্কটা ভালো নয় অনেক আগ থেকেই। অভিযোগ, ২০১১ সালে রাশিয়ার সংসদীয় নির্বাচনের সময়ে অকারণে নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন হিলারি ক্লিনটন। তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই সময় থেকেই নাকি হিলারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পুতিন। হিলারি তখন রাশিয়ার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

সেই সময়ের শোধ নিতেই এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারির জয়ের সমস্ত রাস্তা আটকাতে ব্যবস্থা করতে চেয়েছিলেন পুতিন। নিজেই আমেরিকার ডেমোক্রেটিদের নানা গোপন তথ্য হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন, গোয়েন্দাদের বরাত দিয়ে এমনই অভিযোগ তুলেছে এনবিসি।

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ দাবি করেছিল, আমেরিকার নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাস্ত করতে তার ব্যক্তিগত ই–মেইল হ্যাক করা হয়েছিল। ডেমোক্রেটিকদের দলীয় নানা তথ্যও হাতছাড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও, এনবিসি নিউজের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ করার কোনও মানেই হয় না।

Share this content:

Back to top button