আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

এবিএনএ : ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস আগমী বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোস্যালিস্ট পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেছেন, ‘হ্যা আমি প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী। আমি আগামীকাল আমার বর্তমান পদ (প্রধানমন্ত্রী) ছেড়ে দিব। ‘

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের এপ্রিল মাসে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ম্যানুয়েল ভলস। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।

Share this content:

Back to top button