গোপনে বাগদান সারলেন কেটি পেরি

এবিএনএ : আর কতদিন একা একা থাকা যায়! তাই নতুন প্রেমিকের সঙ্গে দেরি না করেই বাগদানটা সেরে ফেললেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি। সম্প্রতি কেটির এই বাগদানের খবরে বেশ জল্পনা কল্পনা চলছে মার্কিন শোবিজ পাড়ায়।
জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক ওরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন দুজন। আর বেরোনোর সময় কেটির বাম হাতের অনামিকায় একটি হীরার আংটি চকচক করতে দেখা যায়। এতে সাংবাদিকরা দুজনের বাগদান সম্পর্কে প্রশ্ন করলে মুচকি হাসিতে এড়িয়ে যান কেটি। ধারণা করা হচ্ছে ব্রেভার হিলে দুজনই গোপনে বাগদান সেরে ফেলেছেন।
এর আগে ২০১০ সালে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন। প্রেমিক রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিয়েটি টিকেছিল মাত্র দুই বছর। এখন দেখার পালা নতুন সংসার কতো বছর টিকে।
Share this content: