জাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতিসংঘ উন্নয়ন দেখছে, বিএনপি দেখে না: স্থানীয় সরকার মন্ত্রী

এবিএনএ : আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে জাতিসংঘ পর্যন্ত তার প্রশংসা করলেও বিএনপি তা চোখে দেখছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি বিরোধিতার জন্য বিরোধিতা করছে আর উন্নয়নবিরোধী অবস্থান নিয়েছে।

শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, অপারেশন ও চশমা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন এই চিকিৎসা সেবার আয়োজন করে।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

এই ক্যাম্পে ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সহযোগিতায় শুক্রবার ও শনিবার সাড়ে পাঁচশ’ রোগীর বিনামূল্যে ছোখের ছানি অপারেশন করা হবে।

Share this content:

Related Articles

Back to top button