আন্তর্জাতিকলিড নিউজ

কাশ্মীর নিয়ে ভারত-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা

এবিএনএ:  কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার এক ফোনালাপে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলাপকালে তিনি এই সমবেদনা জানান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়, হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আলোচনার সময় রাজনাথ সিং অভিযোগ করেন, পাকিস্তান ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ হিসেবে কাজ করছে এবং বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করছে। তিনি বলেন, বিশ্ব এ ধরনের সন্ত্রাসবাদ উপেক্ষা করতে পারে না।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নয়াদিল্লির দাবি, হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি ছিল এবং ইসলামাবাদ এই হামলার পেছনে জড়িত। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হেগসেথ-সিংয়ের আলোচনার আগের দিন, বুধবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন এবং কূটনৈতিক উপায়ে উত্তেজনা হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন।

Share this content:

Related Articles

Back to top button