মনোহরগঞ্জে যমুনা ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন

এবিএনএ: কুমিল্লার মনোহরগঞ্জে যুমনা ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন করা হয়। একই দিনে উপজেলা পোমগাঁও, শান্তির বাজার ও হাসনাবাদে ৩টি এটিএম বুথ ও ডিজিটাল ব্যাংকিং সেন্টার ‘‘যমুনা ব্যাংক স্পীড” এর কার্যক্রম চালু করেন। গতকাল রবিবার মনোহরগঞ্জ বাজারে যুমনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রালয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন যুমনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম.কে.এম মোশারফ হোসাইন, যুমনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, মামুন মাহমুদ, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, আবদুল কাইয়ুম চৌধুরী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম বানু শামিম, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, এড. রফিকুল ইসলাম হিরা, মনিরুল ইসলাম রতন, আবদুল আলিম দিদার, নিজাম উদ্দিন শামিম, শাহিন জিয়া, আবদুল মান্নান, মোস্তফাসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Share this content: