
এবিএনএ : ভোলার শাহবাজপুরের পাশে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্স জানিয়েছে। ওই গ্যাস ক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করছে তারা।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য অবহিত করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান। তিনি বলেন, আমাদের দেশের জন্য এটি খুব ভালো সংবাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শফিউল আলম। তিনি বলেন, ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস হয়ত আছে। আগে যে কূপটি আছে সেটা মিলে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে আমরা ধারণা পেয়েছি।
Share this content: