মাত্র ১০ দিনেই দেশে এলো ৯০ কোটি ডলার রেমিট্যান্স
মে মাসের প্রথম দশ দিনে প্রবাসী আয়ের ধারা চমকপ্রদ, আগের বছরের তুলনায় বেড়েছে দৈনিক গড় রেমিট্যান্স

এবিএনএ: চলতি ২০২৫ সালের মে মাসের প্রথম দশ দিনে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ নতুন গতি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ মে পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ১১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
সোমবার (১২ মে) এই তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মে মাসের এই ১০ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের মে মাসে প্রতিদিন গড়ে আসত ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ডলার।
বিভিন্ন ব্যাংক চ্যানেলের মাধ্যমে এই রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার, যার মধ্যে কৃষি ব্যাংক থেকে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। বিদেশি ব্যাংক চ্যানেল ব্যবহার করে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার।
এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার।
এভাবে চলমান মাসে প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হবে বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
Share this content: