খেলাধুলা
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

এবিএনএ : চতুর্থ দিনে শ্রীলংকার ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষ করেছিল বিনা উইকেটে ৬৭। সৌম্য সরকার টি টোয়েন্টি স্টাইলে ফিফটি ও তামিম স্বভাববিরুদ্ধ খেলায় বেশ আশাবাদী শুরু হয়েছিল ব্যাটিংয়ে। কিন্তু ৫ম দিনে শুরুতেই সব বিসর্জন দিয়ে দিনের ১৩ ওভারে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।
২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১৩/৫। উইকেটে আছেন লিটন দাশ ও মুশফিকুর রহিম।
আসেলা গুনারত্নের করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান সৌম্য সরকার। পেরেরা বলে দলীয় ৭৭ রানে এলবিডব্লিউ হয়ে ফেরত যান মমিনুল। দলীয় ৮১ রানে পেরেরার দ্বিতীয় শিকার পরিণত হয়ে ফেরত যান তামিম। গুনারত্নের হাতে ক্যাচ দেয়ার আগে ১৯ রান করেছিলেন তামিম।
দিনের ২৮তম ওভার করতে এসে রঙ্গনা হেরাথ এক ওভারে তুলে নেন সাকিব ও মাহমুদুল্লাহকে। সাকিব করুনারত্নের হাতে লেগ স্লিপে ক্যাচ দেয়ার আগে ৮ রান করেন। একই ওভারের শেষ বলে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে আউট হন মাহমুদুল্লাহ।
Share this content: