বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘ব্যর্থতার’ জন্য ফখরুলদের পদত্যাগ চান কাদের

এবিএনএ : ‘সরকারের পদত্যাগ করা উচিত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ নয়, রাজনৈতিক ব্যর্থতার জন্য মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত।’ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি রেস্তোরাঁয় সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গত সাড়ে আট বছরে বিএনপি সাড়ে আট মিনিটও বিক্ষোভ করতে পারেনি। এ নিয়ে বিএনপি নেতারা হতাশায় ভুগছেন।’ নির্বাচনে অংশ না নিয়ে, সংসদে না গিয়ে বিএনপি বড় ভুল করেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়ক নিরাপদ রাখতে সবাইকে ২৪ ঘণ্টা রাস্তায় থাকার নির্দেশ দেন মন্ত্রী। এসময় কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button