জাতীয়বাংলাদেশলিড নিউজ

৫ লাখ রোহিঙ্গার খাদ্য সহায়তা দেবে ডব্লিউএফপি

এবিএনএ : মিয়ানমার থেকে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় যত দিন প্রয়োজন তত দিন খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাসের কথা জানান মন্ত্রী।

এ ছাড়া গর্ভবতী রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য বিশেষ খাবার, রোহিঙ্গা শিশুদের শিক্ষার বিষয়ে ইউনিসেফের সঙ্গে কাজ করবে ডব্লিউএফপি। মিয়ানমারের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।

Share this content:

Related Articles

Back to top button