খেলাধুলা

২৫০ ছাড়াল টাইগারদের লিড

এবিএনএ : ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে মধ্যাহ্নবিরতির পরপরই তাইজুল ও মিরাজকে তুলে নিয়েছেন ইংলিশ বোলাররা। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ২৮১/৮। শুভাগম হোম চৌধুরী ২১ এবং কামরুল ইসলাম রাব্বির শূন্য রানে ক্রিজে আছেন।

টাইগারদের লিড ইতিমধ্যে আড়াইশ’ ছাড়িয়েছে। হাতে রয়েছে আরও এক উইকেট। এখন প্রশ্ন, কতদূর যেতে পারবে বাংলাদেশের ইনিংস, আর সেটি ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সামনে কতটা নিরাপদ? ঢাকা টেস্টের তৃতীয় দিনের এখনও দু’টি সেশন বাকি। হাতে রয়েছে আরও দু’দিন।

৩ উইকেটে ১৫২ রান থেকে রোববার সকালে শুরু করেন ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। তারা দু’জন দেখেশুনে খেলতে থাকেন। ৪৮ রানের এই জুটি ভাঙে ইমরুলের আউটে। দলীয় ২০০ রানে মঈন আলীর বলে এলবিডব্লিউ হন ইমরুল, ব্যক্তিগত ৭৮ রানে। অবশ্য ৬৭ রানে একবার জীবন পান ইমরুল। জাফর আনসারির বলে লেগ-স্লিপে তার ক্যাচ ছাড়েন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক। কিন্তু সেটিকে তিনি আর বেশি দূর টেনে নিতে পারেননি।

এরপর অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন সাকিব। ৩৮ রানের এ জুটি দলকে আলো দেখাতে পারেনি। দলীয় ২৩৮ রানে আদিল রশিদের বলে দারুণ খেলতে থাকা সাকিব ৪১ রান করে বোল্ড হন। একই রানে বেন স্টোকসের বলে কুকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে হতাশ করেন মুশফিক।

সেখান থেকে সাব্বির রহমান ও শুভাগম হোম চৌধুরী অনেকটা ওয়ানডে স্টাইলে দলের রানের চাকা সচল রাখেন। মধ্যাহ্নবিরতির ঠিক আগে আদিল রশিদের ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন সাব্বির ১৫ রান করে। এরআগে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ২৪৪ রানে সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে। ২৪ রানের লিড পায় কুকরা। জবাবে মুশফিকরা দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের লিড নিয়ে দিনশেষ করে। তামিম ইকবালের শতক এবং মুমিনুলের অর্ধশতকের পরেও প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২২০ রান।

Share this content:

Related Articles

Back to top button