বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভোটের ফলাফলে খুশি নয় জাতীয় পার্টি : রাঙ্গা

এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ফলাফল নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আমরা ফলাফলে খুশি নই। জাতীয় পার্টি আরও আসনে জয়ী হওয়ার কথা ছিল।’ আজ মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় রাঙ্গা এ কথা জানান। এ ছাড়া জাপা বিরোধী দল নাকি সরকারের অংশ হিসেবে থাকবে সে বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জাপা মহাসচিব।

রাঙ্গা বলেন, ‘যদিও দলের ফলাফল সন্তোষজনক নয়, তবু জাতীয় পার্টি দ্বিতীয় বৃহত্তম দল। ভবিষ্যতে আমরা জাতীয় পার্টিকে গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করব।’

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের প্রধান কাজ হলো জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করা। আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে জাতীয় পার্টি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে।’ আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর শিকদার লোটন এবং বাহাউদ্দিন বাবুল বক্তব্য দেন।

Share this content:

Related Articles

Back to top button