আমেরিকালিড নিউজ

হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি

এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে তিনি নিউজার্সির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বুকের বা পাশে ব্যথা অনুভব করেন।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে সোমবার গভীর রাতে সিদ্দিকুর রহমানকে নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রুপ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. সিদ্দিকুর রহমান বর্তমানে উইনথ্রুপ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক এস. নাইডুর তত্ত্বাবধানে রয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান জানান, ড. সিদ্দিকুর রহমান এক্রিট্রিয়াল ফিবরিলেশনে আক্রান্ত। মঙ্গলবার ভোরে তার এনজিওগ্রাম করা হয়েছে। তাকে আরো কিছুদিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।

Share this content:

Related Articles

Back to top button