আমেরিকালিড নিউজ

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ইভাঙ্কার টুইট, বিতর্কের ঝড়

এবিএনএ : কংগ্রেসের ক্যাপিটল হিলে ইতিহাসের জঘণ্য হামলার পর তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে টুইট করেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। যদিও সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই সেই টুইট তিনি ডিলিট করে দেন। বুধবার ওয়াশিংটন ডিসির ওই হামলার ঘটনার পরে টুইটে ইভাঙ্কা লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকরা— নিরাপত্তা ভঙ্গ করা অথবা দেশের আইনের প্রতি অসম্মান প্রদর্শন মেনে নেওয়া হবে না। এই সংঘাত বন্ধ হওয়া দরকার। দয়া করে আপনারা শান্ত হন’।

ইভাঙ্কার ওই টুইট ঘিরে নিন্দা ঝড় শুরু হলে তিনি টুইটটি মুছে ফেলেন। কিন্তু সেই টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচন ঘিরে এমন সহিংসতা এবারই প্রথম।  এ হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে। আটক হয়েছেন ৫২ জন। এসব ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button