
এবিএনএ: ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক শাফায়েত উল্লাহ মজুমদার বাঁচতে চায়। বছর যাবৎ তিনি ছুটে চলেছেন একের পর এক হাসপাতালে। এ পর্যন্ত চিকিৎসার কাজে ১২ লক্ষাধিক টাকা খরচ করে আজ তিনি রিক্ত হস্ত।
প্রভাষক শাফায়েত উল্লাহ মজুমদার ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে মাদ্রাজ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আদরের সন্তান, পরিবার ও সমাজকে নিয়ে তাঁর স্বপ্ন ছিল আকাশছোঁয়া। শিক্ষার্থীদের স্বপ্নদ্রষ্টা প্রভাষক শাফায়েত উল্লাহ মজুমদার এখন হাসপাতালের বিছানায়। নীরবে নিভৃতে এখনো স্বপ্ন দেখেন নিজ শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে প্রিয় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর। নিয়তীর নির্মম পরিহাসে তার স্বপ্নগুলো বিলুপ্তপ্রায়।
প্রভাষক শাফায়েত মজুমদারকে সাহায্য পাঠানোর ঠিকানা:
শাফায়াত চিকিৎসা তহবিল হিসাব নং ০১০০১৬৬৫৬৫৯৬৫ বিকাশ নং ০১৬৪৪২৬২৬২৪ ।
Share this content: