জাতীয়বাংলাদেশলিড নিউজ

ষাটোর্ধ্বরা টিকার বুস্টার ডোজ পাবেন

এবিএনএ: ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ছাড়া নো মাস্ক নো সার্ভিস নয় বলা হলেও এখন সরকার  ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’বলতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমে যাওয়ায় যে ঢিলেঢালা ভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে দুই ডোজের টিকা নিয়েছেন এমন অনেকেরই ছয় মাস পেরিয়েছে, যাদের শরীরের অ্যান্টিবডি অনেকটাই কমে এসেছে। এ অবস্থায় বিশ্বব্যাপী করোনার নতুন ধরনও দেশে সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি করছে। এই অবস্থায় বয়স্কদের বুস্টার ডোজ প্রয়োগে মত দিয়েছেন তারা।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজরি কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল বলেন, বুস্টার ডোজের ব্যাপারে এখন যেসব কথাবার্তা আসছে এবং যেসব দেশ শুরু করেছে, তারা শুধু বয়স্ক ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের বিষয়ে বলছে। সুতরাং আমাদের দেশেও বয়স্ক-রোগাক্রান্তদের বিষয়ে ভাবা যেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন শুধু বয়স্কদের দিতে বলেছে, আমেরিকার কিছু জায়গায় বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button