
এবিএনএ : স্বৈরশাসন এবং জঙ্গিবাদের উত্থান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ এখনো দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বেগম জেবুন্নেসা এবং কাজী মাহবুবুল্লাহ্ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত ২৮তম মাহ্বুবুল্লাহ্ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‘শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতিতে মানবতার বিকাশ ঘটে’ এমনটি তিনি বক্তব্যে উল্লেখ করে বলেন, ‘এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে এবং এ ক্ষেত্রে মানবিক চেতনাবোধ থেকে মনের বিকাশ ঘটাতে পারলে মানুষ অমর হয়ে থাকতে পারে।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ্ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জোবাইদা মাহবুব লতিফ এবং ট্রাস্টের সদস্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ বক্তব্য রাখেন।
Share this content: