জাতীয়বাংলাদেশলিড নিউজ

স্পিকারের সাথে এনডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

এবিএনএ : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড.শিরীন শারমিন চৌধুরীর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর জেন্ডার, মহিলা ও গণতন্ত্র বিষয়ক পরিচালক মিজ সান্দ্রা পিপেরা র নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে এনডিআই এর ডেভেলপমেন্ট কনসালটেন্ট লরেন্স লক্ষণসিং
এনডিআই এর প্রাক্তন আবাসিক পরিচালক ঋসি দত্ত, টিনা বায়েঙ্কা, প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং লজিস্টিক কনসালটেন্ট প্রবাসী মাহমুদ উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button