
এবিএনএ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্য-নতুন উদ্ভাবনী কৌশল প্রয়োগ ও চর্চা করে নাগরিক সেবার গুণগত মান অর্জনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সরকার বিকেন্দ্রীকরণের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি করে গ্রামীণ জনপদে উন্নয়নের সুফল ছড়িয়ে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকরী ও গতিশীলভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
আজ রবিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর উদ্যোগে আয়োজিত “উদ্ভাবনী উৎসাহিতকরণ কর্মশালা ও সম্মাননা প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের চিন্তা-চেতনায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর সাথে সমন্বয় রেখে নাগরিক সেবা প্রদানেও নতুনত্ব আনতে হবে। উপজেলা পরিষদের ওপর অর্পিত দায়িত্ব পালনে উদ্ভাবনী শক্তি ও কৌশল প্রয়োগ করে সেবা কার্যক্রমে নতুনত্ব এনে উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
Share this content: