আন্তর্জাতিক
সৌদি বিমান হামলায় পাকিস্তানের ৬ নাবিক নিহত

এবিএনএ : সৌদি বাহিনীর বিমান হামলায় ইয়েমেন উপকূলে পাকিস্তানের ছয় নাবিক নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রবিবার ইয়েমেনের তায়িজ প্রদেশের মুখা উপকূলে পাক্স্তিানি নাবিকবাহী একটি নৌকার উপর হামলা চালায় সৌদি বোমারু বিমান। সেই সময় নৌকায় থাকা ১২ নাবিকের ছয় জন নিহত হয়। বাকি ছয় নাবিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কিন্তু পাকিস্তানি নাবিকেরা সেখানে কেন গিয়েছিল এবং সৌদি বিমান থেকে তাদের উপর কেন হামলা চালানো হয়েছে, তা জানা যায় নি। পুরো বিষয়টিই যেন একটি রহস্য। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
উল্লেখ্য, দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব হামলা চালিয়ে আসছে।
Share this content: