বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না বিএনপি’

এবিএনএ : বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো জায়গায় সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ২৭টি শর্ত সাপেক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ায় আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তাৎক্ষনণিক এক প্রতিক্রিয়ায় তিনি দলের এ সিদ্ধান্তের কথা জানান।   রিজভী বলেন, ‍আপনারা অবগত আছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোনো অবকাশ নেই। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি।   তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করবে না। এ সময়  উপস্থিতি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Share this content:

Back to top button