বিনোদনলিড নিউজ

সর্বোচ্চ বাজেটের ছবিতে হৃত্বিক-দীপিকার সঙ্গে ফিরছেন প্রীতি

এবিএনএ: আরও একটি ছবিতে জুটি বাঁথতে চলেছেন হৃত্বিক-দীপিকা। আশির দশকের জনপ্রিয় ছবি ‘সত্তে পে সত্তা’র রিমেক বানাচ্ছেন ফারাহ খান। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও হেমা মালিনী জুটিকে। নতুন ‘সত্তে পে সত্তা’র রিমেকের বাজেট নাকি ভারতের ইতিহাসে সব থেকে বেশি। ৫০০ কোটি টাকা বাজেটের এই ছবিটিতে রামের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক ও সিতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এছাড়া এই ছবিতে রঞ্জিতা কউরের চরিত্রে অভিনয় করবেন প্রীতি জিন্তা।

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘সত্তে পে সত্তা’। বক্সঅফিসে ‘সুপারহিট’ হয়েছিল ছবিটি। অমিতাভ-হেমা ছাড়াও ছবিতে ছিলেন আমজাদ খান, রঞ্জিতা কউর, সচিন, শক্তি কাপুর, ইন্দ্রজিৎ সহ আরও বহু তারকা।

Share this content:

Back to top button