আমেরিকালিড নিউজ

সীমিত আকারে খুলছে নিউইয়র্কের সিনেমা হল

এবিএনএ : আগামী মাসে আংশিকভাবে ফের খুলে দেয়া হচ্ছে নিউইয়র্ক সিটির প্রেক্ষাগৃহগুলো। এ নগরীতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি পদক্ষেপ। সোমবার নিউইয়র্ক সিটির গভর্নর অ্যানড্রিউ কোমো এ ঘোষণা দেন।

জানা যায়, কোমো বলেন, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রিনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবে। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে।

কোমা টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’ মহামারি করোনাভাইরাস আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। নগরীতে এ পর্যন্ত করোনা মহামারিতে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

Share this content:

Back to top button