
এবিএনএ : আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয়ভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। আর এজন্য রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অর্থাৎ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।
শনিবার ( ৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে সেখানে কর্মকর্তারা বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে অধ্যাপক খুরশীদ আলম বলেন, আগামীকাল সারাদেশে সব জায়গায় ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক দেশের আগেই বাংলাদেশে ভ্যাকসিন এসেছে, নির্দিষ্ট সময়ে আমরা কাজ শুরু করতে পেরেছি। আশা করছি কাজটা আমরা সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে পারবো। তবে আমাদের অনেক সীমাবদ্ধতা ও অনেক রকমের অসুবিধা রয়েছে জানিয়ে তিনি বলেন, তারপরও চেষ্টা করছি আমরা যেন কাজটা ঠিকভাবে করতে পারি।
Share this content: