আমেরিকালিড নিউজ

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভা অনুষ্ঠিত

এবিএনএ: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৩ অক্টোবর, মঙ্গলবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এক সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে অনুষ্ঠিত বিগত ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম পর্যালোচনা সহ মেলার আয়-ব্যয়ের হিসাব দাখিলের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদ খান । বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারন সম্পাদক মোঃ সোহেল সভা আহবানের উদ্দেশ্য সম্পর্কে সভায় উপস্থিত নেতৃবৃন্দকে অবহিত করেন।তারই আলোকে সভায় বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর, চিফ এডিটর শেখ শওকত শিমুল, কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান,আবদুল জাামিল, সৈয়দ মোঃ কাউসার , আবুল হোসেন, হাবিবুর রহমান,সোহাগ করিম, শেখ সেলিম,আবদুর রব, আজিজুল ইসলাম ফেরদৌস,গোলাম হাফিজ, মোঃ শাহীন,রতন ভট্টাচার্য, জয়ন্ত সিংহ,,বিপ্লব দাশ,বিপ্লব দেব,,রওশন উদদীন , সুমন মজুমদার, আনজুম জিয়া, সুব্রত চৌধুরী প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button